টানা তিনবারের মতো আবারও ইংল্যান্ডেই বসবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের আসর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে ২০২৭, ২০২৯ ও ২০৩১-এই তিন সংস্করণের ফাইনালই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
সিঙ্গাপুরে আয়োজিত বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি। আয়োজক নির্বাচনে বড় ভূমিকা রেখেছে দর্শক আগ্রহ, আগের সফল আয়োজন এবং ইংল্যান্ডের পরিকাঠামোগত প্রস্তুতি।
ইংল্যান্ডে এর আগের তিন ফাইনালই হয়েছে দর্শক পূর্ণ গ্যালারির সামনে। সর্বশেষ ২০২৫ সালের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো জেতে আইসিসির কোনো বৈশ্বিক ট্রফি। ১৯৯৮ সালের পর তাদের সেটিই প্রথম আইসিসি শিরোপা।
২০২১ সালে সাউদ্যাম্পটন ও ২০২৩ সালে লন্ডনের ওভালে হওয়া ফাইনালগুলোর মতো এবারও দর্শকদের বিপুল সাড়া আশা করছে আইসিসি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘ফের এই মর্যাদার আসর আয়োজনের সুযোগ পেয়ে আমরা গর্বিত। এটি আমাদের দেশের টেস্ট ক্রিকেটের প্রতি আবেগ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থকদের আগ্রহেরই প্রতিফলন। ’
তিনি আরও জানান, আইসিসির সঙ্গে সমন্বয়ে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী তিনটি আসরকে আরও উন্নত ও স্মরণীয় করে তোলাই তাদের লক্ষ্য।
এদিকে, আয়োজক হওয়ার দৌড়ে ভারতও ছিল। তবে শেষ পর্যন্ত আয়োজকের মর্যাদা ধরে রেখেছে ইংল্যান্ড। যদিও ইংলিশরা এখনও পর্যন্ত কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে পারেনি। ২০২৩–২৫ চক্রে তারা ছিল পঞ্চম স্থানে।
আরইউ