ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

অভিষেকেই বাজিমাত ওয়েনের, ক্যারিবিয়ানদের হারিয়ে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, জুলাই ২১, ২০২৫
অভিষেকেই বাজিমাত ওয়েনের, ক্যারিবিয়ানদের হারিয়ে এগিয়ে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

নড়বড়ে অবস্থায় দল, একদিকে অভিষিক্ত ব্যাটার, অন্যদিকে দলে জায়গা পোক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন আরেকজন। সেই চাপে চোখ রাঙাতে আসেননি, বরং আক্রমণই তাদের অস্ত্র।

ক্যারিবীয় বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে জয়ের পথ দেখান মিচেল ওয়েন ও ক্যামেরন গ্রিন।

জ্যামাইকায় সোমবার সকালে (বাংলাদেশ সময়) টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৮৯ রান। একসময় দুইশ ছাড়ানোর পথে থাকলেও শেষ ৩০ রানে হারায় ৬ উইকেট। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও গ্রিন ও ওয়েনের জুটি দলকে ম্যাচে ফেরায়। পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ উইকেটের জয়ে এগিয়ে রইল অস্ট্রেলিয়া।

২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার ওয়েন আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন ছক্কায়। তিন ওভারের মধ্যেই মারেন পাঁচ ছক্কা। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৫০ রান। চার একটিও না, ছক্কা ছয়টি! একই সঙ্গে অভিষেকে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ছুঁয়ে ফেলেন ডেভিড ওয়ার্নারকে।

গ্রিন করেন ২৬ বলে ৫১ রান। দুজনের ৪০ বলে ৮০ রানের জুটিই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। ওয়েন ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন অভিষেকেই। স্যাবাইনা পার্কের গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা-মা ও বান্ধবী। অভিষেককে রঙিন করে তোলে সেই আবহও।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ফিফটি আসে শাই হোপ (৩৯ বলে ৫৫) ও রোস্টন চেইসের (৩২ বলে ৬০) ব্যাটে। তবে শেষ দিকে শন অ্যাবট, বেন ডোয়ার্শিস ও ন্যাথান এলিসদের বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ানদের ইনিংস।

জয়ের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডার শুরুতে ব্যর্থ হয়। ম্যাক্সওয়েল (১০), মার্শ (২৪), ইংলিস (১৮), ম্যাকগার্ক (২) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে ওয়েন-গ্রিন জুটিতে ম্যাচের চিত্রই বদলে যায়।

শেষ দিকে কুপার কনোলিও দারুণ ফিনিশিংয়ে খেলেন গুরুত্বপূর্ণ ক্যামিও। ২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী বুধবার, বাংলাদেশ সময় সকাল ৬টায়। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন আন্দ্রে রাসেল।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।