ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এখন সাকিবের স্বপ্ন শুধুই এশিয়া কাপ ও বিশ্বকাপ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এখন সাকিবের স্বপ্ন শুধুই এশিয়া কাপ ও বিশ্বকাপ ফাইল ছবি

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে সরাসরি যান লঙ্কা প্রিমিয়ার লিগে। শ্রীলঙ্কাতে টুর্নামেন্ট শেষ করেও দেশে ফিরেননি।

দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান, সোমবার দেশে ফিরে মঙ্গলবার সকালে সাকিব আল হাসান গিয়েছিলেন বরিশালে। জেলার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন সাকিব।  

হেলিকাপ্টারে করে দুপুরেই আবার ফিরবেন ঢাকায়। বরিশালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। তার কাছে প্রশ্ন ছিল, ক্রিকেট নিয়ে তার স্বপ্ন কী? এমন প্রশ্নের জবাবে এ অলরাউন্ডার বলেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে। ’

পরে ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আর অবশ্যই সবারই ইচ্ছে থাকে যে সেক্টরের, সে চিন্তা করে কীভাবে ওই সেক্টরকে আরও ভালো করা যায়। আমারও ওরকম চিন্তা আছে। কিন্তু ওটা ভবিষ্যতে দেখা যাবে। ’ সমর্থকদের উদ্দেশ্যে এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। ’

বরিশালে সাকিব গিয়েছেন মানবিক ডাকে। তার নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনও আছে। বরিশালে গিয়ে সমর্থকদের খুব কাছ থেকেও দেখেছেন সাকিব। তাদের কাছে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করার জন্য সমর্থনও চেয়েছেন।  

সাকিব বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। আসলে মানুষের সঙ্গে মেশার সুযোগ তো ওভাবে হয় না। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে ওরকমভাবে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। ’

‘এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দিয়ে থাকে। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। আমরা সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো। ’

বাংলাদেশ সময় : ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।