ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এখন আর বিশ্বকাপ নয়, বাংলাদেশের চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ায়

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস), কলকাতা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, অক্টোবর ২৮, ২০২৩
এখন আর বিশ্বকাপ নয়, বাংলাদেশের চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ায়

বিশ্বকাপের আগে শোনা গিয়েছে বড় বড় স্বপ্নের কথা। প্রথম ম্যাচে জয়ও এসেছিল আফগানিস্তানের বিপক্ষে।

কিন্তু এরপর থেকেই বদলে যায় প্রেক্ষাপট। টানা পাঁচ ম্যাচ হেরেছে বাংলাদেশ। এতদিন ধরে স্থিমিত হয়ে আশা বিশ্বকাপ এখন শেষ।  

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বদলে গেছে সবকিছুই। একদিন আগেও আশার কথা শোনা যাচ্ছিল দলের পক্ষ থেকে। কিন্তু ডাচদের কাছে হেরে এসে অধিনায়ক সাকিব জানিয়েছেন ভিন্ন কথা। তাদের এখন চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ায়।  

তিনি বলেন, ‘সেমিফাইনালের সম্ভাবনা না, অন্তত আরেকটু ভালো করার। আপনার ধরেন র‌্যাঙ্কিংয়ে আটের ভেতর থাকতে হবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। সে জায়গাটা থেকে এখনও তিনটা ম্যাচ আছে। যদিও আমাদের জন্য এরকম পরিস্থিতিতে কামব্যাক করাটা কঠিন। ’

‘আসলে খেলা শেষ হওয়ার আগে কিছু বলা সম্ভব না। এবং আমাদের চেষ্টা করতে হবে। আবারও বলছি এটা কঠিন। কিন্তু এটা চেষ্টা করা ছাড়া তো আমাদের কিছু করার নাই। ’

বিশ্বকাপের ছয় ম্যাচ শেষ হয়ে গেছে। এখন বাকি আর তিন ম্যাচ। কার্যত সেমিফাইনাল খেলা এখন আর সম্ভব নয়। সাকিব আল হাসান শুরুতে বলেছিলেন ‘সুযোগ আছে’, পরে এর ব্যাখ্যায় জানিয়েছেন ‘সেমিফাইনাল খেলার নয়; বরং ভালো করার।  

তিনি বলেন, ‘সত্যি বলতে, এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। যেহেতু তিন ম্যাচ আছে। সুযোগ এখনও আছে আমাদের কাছে। খুবই কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের এখন কিছু করার নেই। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং সামনের ম্যাচগুলোর জন্য মনোযোগ দিতে পারি ভালোভাবে, খুবই কঠিন এই জিনিসটা করা। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন। ’

এর আগে সাতটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে জিতেছে তিন ম্যাচ করে। সেগুলোকে একসময় ‘খুব আহামরি’ পারফরম্যান্স নয় বলেছিলেন সাকিব। এবারের বিশ্বকাপে এখন অবধি ছয় ম্যাচের একটিতে জিতেছে দল।  

তাহলে কি এটিই স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, সেটা আপনি নিদ্ধিধায় বলতে পারেন। এবং আমি দ্বিমত করবো না এটাতে। ’

বাংলাদেশ সময় : ২৩১৭ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।