আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিমানবন্দরেই ক্রিকেটারদের পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে।
এই ঘটনার পর ব্যাটার নাঈম শেখ নিজের ফেসবুকে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস, যেখানে তিনি ব্যথিত কণ্ঠে জানিয়েছেন খেলোয়াড়দের মানসিক কষ্টের কথাও।
নাঈম লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না- আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। ’
‘হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে- এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। ’
‘কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে। ’
‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক- লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো- দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইনশা আল্লাহ। ’
স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মন্তব্যে নাঈমের পাশে দাঁড়িয়েছেন, জানিয়েছেন সহানুভূতি ও সমর্থন। তবে ক্রিকেটভক্তদের একাংশের মধ্যে এখনও তীব্র ক্ষোভ বিরাজ করছে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পুরো দলে, বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা নিয়ে।
এফবি/আরইউ