ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আইসিসির সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় ভারতের দুই ওপেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, অক্টোবর ১৬, ২০২৫
আইসিসির সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় ভারতের দুই ওপেনার সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতের অভিষেক শর্মা ও স্মৃতি মান্ধানা। পুরুষ ও নারী ক্রিকেটে নিজ নিজ বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অন্য সব শক্তিশালী প্রতিযোগীকে পেছনে ফেলে তারা এই সম্মান অর্জন করেন।

টি-টোয়েন্টি এশিয়া কাপে বিধ্বংসী ব্যাটিং দিয়ে অভিষেক শর্মা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, যার প্রতিফলন ঘটেছে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারেও। এই সময়ে তিনি ৭টি ম্যাচে ৪৪.৮৫ গড়ে এবং ২০০-এর অতিমানবীয় স্ট্রাইক রেটে মোট ৩১৪ রান সংগ্রহ করেন।

২৫ বছর বয়সী এই ক্রিকেটার এশিয়া কাপে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হয়েছিলেন। শুধু তাই নয়, সুপার ফোর পর্ব শেষে ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং অর্জনের রেকর্ডও গড়েন।  

আইসিসির মাসসেরা পুরস্কারের জন্য অভিষেক সতীর্থ কুলদীপ যাদব এবং জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে পরাজিত করেন।

পুরস্কার পাওয়ার পর অভিষেক শর্মা বলেন, ‘এই আইসিসি পুরস্কার জিতে দারুণ লাগছে এবং আমি খুশি যে এমন কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পুরস্কারটি পেয়েছি, যেগুলো জিততে আমি সাহায্য করতে পেরেছি। আমি এমন একটি দলের অংশ হতে পেরে গর্বিত, যারা কঠিনতম পরিস্থিতি থেকেও জয় ছিনিয়ে আনতে পারে। টি-টোয়েন্টিতে আমাদের সাম্প্রতিক সাফল্য দলের অসাধারণ সংস্কৃতি এবং ইতিবাচক মানসিকতারই প্রতিফলন। সঠিক নির্দেশনার জন্য আমি টিম ম্যানেজমেন্টকে এবং সমর্থনের জন্য সকল সতীর্থকে ধন্যবাদ জানাই। আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করায় নির্বাচক প্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ’

অন্যদিকে, অভিষেকের মতোই বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানাও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ খেলেছেন। সিরিজের তিনটি ম্যাচে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ৫৮, ১১৭ এবং ১২৫ রানের ইনিংস। এই সময়ে তিনি চারটি ওয়ানডে ম্যাচে ৭৭ গড়ে এবং ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে মোট ৩০৮ রান করেন।

বর্তমানে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ ভারতের হয়ে খেলতে থাকা স্মৃতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করে ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে দ্রুততম শতকের রেকর্ড গড়েন। এই পুরস্কারের দৌড়ে তিনি দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস এবং পাকিস্তানের সিদরা আমিনকে পেছনে ফেলেন।

স্মৃতি মান্ধানা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সেপ্টেম্বর ২০২৫-এর জন্য আইসিসি নারী প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। এমন একটি স্বীকৃতি আমাকে একজন খেলোয়াড় হিসেবে আরও উন্নতি করতে উৎসাহিত করে। এই স্বীকৃতি একটি দল হিসেবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা, বিশ্বাস এবং সমর্থনেরও প্রতিফলন। আমার লক্ষ্য সবসময় দলের জন্য সেরাটা দেওয়া এবং ম্যাচ জেতানো। আমি আশা করি, সুযোগের সদ্ব্যবহার করে ভারতের জন্য স্মরণীয় জয় নিয়ে আসতে পারব। ’

উল্লেখ্য, icc-cricket.com-এ নিবন্ধিত বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের ভোট এবং সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেলের ভোটের মাধ্যমে উভয় খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হয়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।