ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডি কক-বুমরাহকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা রাচিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
ডি কক-বুমরাহকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা রাচিন

বিশ্বকাপে ব্যাট হাতে ছন্দে আছেন কুইন্টন ডি কক, আর বল হাতে জসপ্রিত বুমরাহ। এই দুইটিতেই আলো ছড়াচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

এর পুরস্কারও পেলেন তিনি। ডি কক ও বুমরাহকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন আইসিসির মাসসেরা ক্রিকেটার।

স্পিনার হিসেবে শুরুটা হলেও রবীন্দ্র ব্যাটিং নৈপুণ্য দেখান বিশ্বকাপে এসে; টপ অর্ডারে জায়গা পাওয়ার পর। অক্টোবর মাকে ছয় ম্যাচ খেলে তিনি ৮১.২০ গড়ে রবীন্দ্র ৪০৬ রান। সঙ্গে নেন ৩ উইকেট। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১১৬ রান। এই পারফরম্যান্সে প্রথমবার তিনি পেলেন মাস সেরার পুরস্কার।

এদিকে নারীদের মাসসেরার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার ও নিউজিল্যান্ডের এমিলিয়া কার। তাদের পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফরম্যান্স করায় এই পুরস্কার পান তিনি। অজিদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৯৯ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয়টিতে খেলেন ১৩২ রানের ম্যাচ জেতানো ইনিংস। শেষ ম্যাচেও তিনি করেন ৭৯ রান। এর সঙ্গে বল হাতে দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে নেন ৩ উইকেট।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।