এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে আলোচনায় এসেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু ওমানের বিপক্ষে ম্যাচ শেষে তার আচরণ পুরো ভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছে।
ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মাত্র ২১ রানে হেরে যাওয়া ওমানের খেলোয়াড়দের কাছে ছুটে যান সূর্য। ওমানের ডেপুটি কোচ সুলক্ষণ কুলকার্নির আমন্ত্রণে তিনি যান ওমান দলের ডাগআউটে এবং খেলোয়াড়দের সঙ্গে গল্পে মেতে ওঠেন।
ওমান অধিনায়ক জতিন্দর সিং জানিয়েছেন, সূর্য তাদের খেলার প্রশংসা করেছেন এবং বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ব্যাটিং করতে হয় সে ব্যাপারে দিকনির্দেশনাও দিয়েছেন।
বিশেষ করে দুই অর্ধশতককারী আমির কলিম ও হাম্মাদ মির্জাকে সূর্য আলাদাভাবে প্রশংসা করেন এবং করাচিতে জন্মগ্রহণকারী আমিরকে জড়িয়েও ধরেন। সূর্যের মতে, তাদের নির্ভীক ব্যাটিং তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাবে।
আড্ডা শেষে সেলফি ও দলীয় ছবি তুলতে ভোলেননি সূর্যকুমার। ভারতীয় অধিনায়কের এই সামান্য সৌজন্যেই উচ্ছ্বাসে ভেসে যায় ওমান দল।
এমএইচএম