ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দি জর্জির সেঞ্চুরিতে ভারতকে হারালো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, ডিসেম্বর ২০, ২০২৩
দি জর্জির সেঞ্চুরিতে ভারতকে হারালো দ. আফ্রিকা

মাত্র চতুর্থ ওয়ানডে ম্যাচ খেলতে নামা টনি ডি জর্জির দারুণ সেঞ্চুরিতে ভর করে ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ম্যাচটা ৮ উইকেটে জিতে নিয়েছিল ভারত।

এবার একই ব্যবধানে জিতল প্রোটিয়ারা। আগে ব্যাট করতে নামা ভারতকে ২১১ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা।  

এরপর ডি জর্জির ১২২ বলে ১১৯ রানের অনবদ্য ইনিংসে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দ. আফ্রিকা। ওপেনিং জুটিতে রিজা হ্যানড্রিকসের সঙ্গে ১৩০ তোলেন ডি জর্জি। রিজা করেন ৫২ রান।

এর আগে বল হাতে ভারতের ইনিংস ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার নতুন বোলার নান্দ্রে বার্গার। ৩০ রান খরচে ৩ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন কেবল ভারতের সাই সুদর্শন (৬২) ও লোকেশ রাহুল (৫৬)।

এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। আগামীকাল পার্লে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।