ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সল্টের কাছে আইপিএলে দল না পাওয়ার বিষয়টি ‘কনফিউজিং’ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, ডিসেম্বর ২০, ২০২৩
সল্টের কাছে আইপিএলে দল না পাওয়ার বিষয়টি ‘কনফিউজিং’ 

গতকাল দুবাইতে ইতিহাস গড়েছে আইপিএল। এবারের আসরের নিলামে দুইজন ক্রিকেটারের দাম উঠেছে ২০ কোটির ওপরে।

অথচ ভালো ফর্মে থাকলেও অনেকে দলই পাননি। তাদের মধ্যে একজন ইংলিশ কিপার ব্যাটার ফিল সল্ট। নিজে দল না পাওয়ায় অনেকটা অবাকই হয়েছেন তিনি।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দে আছেন সল্ট। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া দলটিকে তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি হাকিয়ে জয়ে ফেরান তিনি। চতুর্থ ম্যাচে আবারও হাঁকান শতক। ১০ ছক্কার এই সেঞ্চুরিতে দলকে ফেরান সিরিজ সমতায়। ৫৭ বলে ১১৯ রানের দারুণ এই ইনিংস শেষে আইপিএলের নিলাম নিয়ে কথা বলেন তিনি।  

ইংলিশ এই ব্যাটার বলেন, ‘এটা ছিল কনফিউজিং একটা সকাল। গত বছর আমি সেখানে (আইপিএল) গিয়ে ভালো করেছি এবং এখনও করছি। তাই আশা ছিল দল পাব। কিন্তু এরকম হয়ে গেছে। এটা নিলামের লটারির একটা অংশ। ড্রাফটের সময় এটা হয়েই থাকে। তবে ড্রেসিংরুম থেকে বেশ কয়েকজন সেখানে যাচ্ছে। এতে আমি খুশি। ’

গত আসরে ২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস সল্টকে দলে ভেড়ায়। আসরটিতে ৯ ম্যাচে ১৬৩.৯১ স্ট্রাইক রেটে ২১৮ রান সংগ্রহ করেন তিনি। এই আসরে তাকে ছেড়ে দেয় দিল্লি। পরবর্তীতে ১.৫০ কোটি রুপিতে নিজের নাম লেখান তিনি। সেখান থেকে কেউ আর আগ্রহ দেখায়নি।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।