ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ডোপ টেস্টে ফেঁসে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, ডিসেম্বর ২১, ২০২৩
ডোপ টেস্টে ফেঁসে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

ডোপিং বিরোধী আইন ভঙ্গ করায় নিষিদ্ধ হয়েছে জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা। তাদের এমন শাস্তি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

দুই জন ক্রিকেটার সম্পর্কে নিজেদের অবস্থানের কথাও জানিয়ে দিয়েছেন তারা।

নিয়মিত ডোপ টেস্টে দুই ক্রিকেটারের নমুনাতেই নিষিদ্ধ বিনোদনমূলক ওষুধের উপস্থিতি পাওয়া যায়, যা ক্রিকেটীয় কার্যক্রমের চেতনাবিরোধী। জানা গেছে, মাধেভেরে-মাভুতা শুনানিতে অংশ নেবেন। এই শুনানি শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তারা।

অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ৯৮ ম্যাচ। সাম্প্রতিক সময়ে অবশ্য খেলেননি মাধেভেরে। লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুতা জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন। গত রবিবারেও জিম্বাবুয়ের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।