ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আপনারা ভুলে যান, বোর্ডও দেখে না: সালাউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আপনারা ভুলে যান, বোর্ডও দেখে না: সালাউদ্দিন

সেঞ্চুরির পর শূন্যতে রান আউট। এরপর আবার দুর্দান্ত ইনিংসে দলকে জিতিয়েছেন তাওহীদ হৃদয়।

প্রশ্নটা ছিল তাকে নিয়েই, এভাবে কি কাউকে টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখেছেন? কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দির সেখানে টেনে আনলেন জাকের আলীকে।  

খুলনা টাইগার্সকে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ চার ও সমান ছক্কায় ৪৭ বলে ৯১ রান করেন হৃদয়। তার ছায়াসঙ্গী হওয়া জাকের আলী ২ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।  

তাকে জাতীয় দলে না ডাকায় একরকম ক্ষোভই প্রকাশ করেন সালাউদ্দিন, ‘শুধু হৃদয়ের কথা বলব না, জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ’

‘ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলতেছে। তার স্ট্রাইকরেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের ক্রুশাল মোমেন্টে রানটা করে দিতেছে এবং সে অনেক সেন্সিবল। ’

গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন জাকের। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবারের বিপিএলে মিডল অর্ডারে কুমিল্লার শক্তির জায়গা জাকের। খুলনার বিপক্ষে আগের ম্যাচে ৮ বলে ১৮ রান করেন। জাতীয় দলে মিডল অর্ডার না নেওয়ায় তার সমালোচনা করেন সালাউদ্দিন।  

‘আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫ টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২ টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়ত, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় নেওয়াটা খুব জরুরি। ’

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।