ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, সেপ্টেম্বর ২০, ২০২৫
একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যে ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আজকের ম্যাচটি দুই দলের জন্য আসরে দ্বিতীয় লড়াই। আগেরবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাতে নেট রানরেটের চাপে পরে যায় লিটন দাসের দল।  পরে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়েই শেষ চারে পা রাখে শ্রীলঙ্কা। মজার ব্যাপার হচ্ছে, দুই দিন আগে এই শ্রীলঙ্কার জয়ের প্রতীক্ষায় ছিল বাংলাদেশ দল। আর আজ তারা একে অন্যের প্রতিপক্ষ! 

একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। সোহান ও রিশাদ খেলছেন না। তাদের জায়গায় শরিফুল এবং মেহেদী হাসান  খেলছেন। আর শ্রীলঙ্কা নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

টস জিতে ব্যাটিং না নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা আগে বোলিং করব। প্রথম পর্বে দেখেছি, সব ম্যাচই জিতেছে রান তাড়া করা দল। পিচ নিয়েও অনিশ্চয়তা আছে। আমরা খেলার জন্য ভীষণ উচ্ছ্বসিত। দুইটি পরিবর্তন করেছি—সোহান আর রিশাদ খেলছে না। ’

অন্যদিকে লঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা, ‘আমরা একই কাজই করতাম। এটা ব্যবহার করা পিচ। ২০২১ সালের পর থেকে দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা পরিণত হচ্ছে। আমরা একই একাদশ নিয়ে নামছি। ’

বাংলাদেশ (একাদশ): সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা (একাদশ): পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।