ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিশাদ টেস্টের জন্য প্রস্তুত নয়, বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
রিশাদ টেস্টের জন্য প্রস্তুত নয়, বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে সময়টা দারুণ কেটেছে রিশাদ হোসেনের। ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টির মতো গত বছরই ওয়ানডে অভিষেক হয় এই লেগ স্পিনারের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাক গায়ে জড়ানোর সুযোগ হয়নি তার।

আগামী মাসে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেই দলে রিশাদের না থাকার সম্ভাবনাই বেশি। এমনটাই ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত।

আজ একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার যতটুকু মনে হয়…আমার মনে হয় না এই মুহূর্তে সে লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদের সাফল্যের পেছনে কৃতিত্ব দেওয়া হচ্ছে স্পিন কোচ মুশতাক আহমেদ। তবে শান্তর স্তুতি পেলেন স্থানীয় কোচরাও।

তিনি বলেন, ‘খুবই ভালো কাজ করেছেন মুশতাক। রিশাদসহ অন্য স্পিনাররাও ওনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছে। তবে আমি শুধু মুশতাক আহমেদকেই কৃতিত্ব দিতে চাই না। রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের স্থানীয় কোচদের কাছে কোচিং নিচ্ছিল। টেকনিক্যালি স্থানীয় কোচরা সাহায্য করেছেন। তাকে প্রেরণা জোগানো, তার ঘাটতিগুলো ধরিয়ে দেওয়া। কাজেই কৃতিত্বটা সবাইকেই দেওয়া উচিত। ’
 

পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,  ‘সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে। সব পরিকল্পনাই করা আছে। প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে। এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই। ’

 ‘এখানে বেশ কয়েকজন খেলোয়াড় আসবেন, যারা টি-টোয়েন্টিতে ছিলেন না। পাকিস্তান সিরিজের জন্য তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল। তবে আমার মনে হয় এই ফরম্যাটে আমাদেরও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছেন। মুশফিক ভাই, মুমিনুল ভাইসহ আরও বেশ কয়েকজন। আমরা যদি আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে শক্তি অনুযায়ী খেলতে পারি, সিরিজটা অবশ্যই ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।