ঢাকা, বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দলে দুই আফগান, নেই বাংলাদেশের কেউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দলে দুই আফগান, নেই বাংলাদেশের কেউ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। কিন্তু গ্রুপপর্বের পরবর্তী ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে।

একইসঙ্গে ভেস্তে যায় তাদের সেমিফাইনালে খেলার স্বপ্নও। তবে আসরের সেরা একাদশে ঠিকই জায়গা হয়েছে তাদের দুই ক্রিকেটারের। দারুণ পারফরম্যান্স দেখিয়ে জায়গা হয়েছে অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের।  

পাশাপাশি ওপেনার ইবরাহিম জাদরানও রয়েছেন সেরা একাদশে। দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ফাইনালিস্ট নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে। দলটির আরও তিন ক্রিকেটারের জায়গা হয়েছে একাদশে। আছেন রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি।

চ্যাম্পিয়ন দল ভারত থেকে একাদশে জায়গা করে নিয়েছেন ৬ জন ক্রিকেটার। তবে সেমিফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পাননি কেউই।  

একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দল: রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), ইবরাহিম জাদরান (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), শ্রেয়াস আইয়ার (ভারত), লোকেশ রাহুল (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), আজমাতউল্লাহ ওমারজাই (আফগানিস্তান), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), বরুণ চক্রবর্তি (ভারত), অক্ষর প্যাটেল (ভারত)।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।