ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

পারিবারিক সহিংসতার দায়ে স্ল্যাটারের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
পারিবারিক সহিংসতার দায়ে স্ল্যাটারের কারাদণ্ড মাইকেল স্ল্যাটার/সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্ল্যাটার পারিবারিক সহিংসতার একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত, যার বেশির ভাগটাই স্থগিত রাখা হয়েছে।

তবে ২০২৪ সালে জামিন না পেয়ে এক বছরেরও বেশি সময় কারাগারে থাকার ফলে তিনি এখন মুক্ত।

৫৫ বছর বয়সী স্ল্যাটার অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ৭৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। আদালতে তিনি দুইটি সাধারণ হামলা, একটি শারীরিক আঘাত, একটি গুরুতর শারীরিক ক্ষতি করে হামলা, একটি চুরি এবং দুটি শ্বাসরোধের অভিযোগে দোষ স্বীকার করেছেন।

কুইন্সল্যান্ডের বিচারক গ্লেন ক্যাশ বলেন, “আপনি একজন মদাসক্ত, এটা পরিষ্কার। আর এ থেকে মুক্তি পাওয়া সহজ হবে না। ”

২০২৪ সালের এপ্রিলে জামিন না পেয়ে আদালত কক্ষে অজ্ঞান হয়ে পড়েছিলেন স্ল্যাটার। পরে কারারক্ষীরা তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে টানা এক বছরেরও বেশি সময় তিনি জেলে ছিলেন।

টেস্ট ক্যারিয়ারে স্ল্যাটার ৫ হাজারের বেশি রান করেছেন। তার ঝুলিতে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরি।

২০০৪ সালে খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন স্ল্যাটার। প্রথমে যুক্তরাজ্যের চ্যানেল ৪ এবং পরে অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্কে যোগ দেন। তবে ২০২১ সালে তাকে সেভেন নেটওয়ার্ক থেকে বাদ দেওয়া হয়।

এর আগেও, ২০২২ সালে সিডনির একটি আদালত তাকে কমিউনিটি সংশোধনমূলক আদেশে দণ্ডিত করেছিল। সে সময় তার বিরুদ্ধে এক নারীকে আক্রমণ ও অনুসরণের অভিযোগ প্রমাণিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।