ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বয়কটের আবহে ভারত-পাকিস্তান ম্যাচ, প্রতীকী বার্তা দেবে টিম ইন্ডিয়া!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, সেপ্টেম্বর ১৪, ২০২৫
বয়কটের আবহে ভারত-পাকিস্তান ম্যাচ, প্রতীকী বার্তা দেবে টিম ইন্ডিয়া! সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও পরবর্তী সামরিক উত্তেজনার কারণে এবার দুই দলের মুখোমুখি লড়াইকে ঘিরে দেখা দিয়েছে বয়কটের ডাক।

 

এ পরিস্থিতিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রতীকী প্রতিবাদের পরিকল্পনা করছে টিম ইন্ডিয়া—সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারত-পাকিস্তান বহুদিন ধরে কেবল বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হচ্ছে। তবে এবারের ম্যাচ আলাদা মাত্রা পেয়েছে জনমনে তৈরি হওয়া বিতর্ক ও আবেগের কারণে। ভারতের একাংশ ম্যাচ বয়কটের ডাক দিয়েছে, সমালোচনা করেছে বিসিসিআই ও খেলোয়াড়দেরও। এই চাপ ড্রেসিংরুমেও প্রভাব ফেলেছে বলে জানা গেছে, যেখানে পরিবেশকে ‘গম্ভীর’ বলে বর্ণনা করেছে সূত্র।

ভারতের প্রতীকী প্রতিবাদ হতে পারে নানা আকারে—হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া, কালো ব্যাজ পরা কিংবা অন্য কোনো প্রতীকী পদক্ষেপ। এর মধ্য দিয়ে পুরো বিশ্বের কাছে বার্তা পৌঁছে দিতে চায় তারা।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটও স্বীকার করেছেন, দলের সবাই জনমতের প্রতি সজাগ। তিনি বলেন, ‘আমরা দেশবাসীর অনুভূতির ব্যাপারটা অবশ্যই জানি এবং তা সম্মান করি। গৌতি (গম্ভীর)-এর বার্তা ছিল খুবই পেশাদার—আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে না ভাবার। তবে আমি নিশ্চিত, খেলোয়াড়রা ভারতীয় জনতার অনুভূতির সঙ্গেই একাত্ম। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।