ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাদা বলে পাকিস্তানের নতুন কোচ হেসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, মে ১৩, ২০২৫
সাদা বলে পাকিস্তানের নতুন কোচ হেসন মাইক হেসন/সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের অভিজ্ঞ কোচ মাইক হেসন পাকিস্তান পুরুষ দলের নতুন সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আগামী ২৬ মে ২০২৫ থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে হেসনের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছে।

হেসন এর আগে নিউজিল্যান্ড এবং কেনিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অস্থায়ী কোচ থেকে পূর্ণকালীন কোচে রূপান্তর

হেসন এই পদে আসছেন আকিব জাভেদের স্থলাভিষিক্ত হয়ে, যিনি ২০২৪ সালের নভেম্বর থেকে অস্থায়ীভাবে সাদা বলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন। তার আগে গ্যারি কারস্টেন বোর্ডের মতবিরোধের কারণে ২০২৩ সালের অক্টোবরে পদত্যাগ করেন, ফলে কোচিং পদে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা চলছিল।

পিসিবি'র বক্তব্য

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “বিভিন্ন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে মাইক হেসনকে সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো। ”

বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন—“মাইক হেসন একজন অভিজ্ঞ আন্তর্জাতিক কোচ। তার নেতৃত্বে পাকিস্তানের সাদা বল ক্রিকেটে স্থিতিশীলতা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। ”

কৌশলগত পরিকল্পনা

প্রসঙ্গত, পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষকরা সম্প্রতি জাতীয় দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জন্য ঘন ঘন কোচ এবং নির্বাচক বদলকে দায়ী করে আসছেন।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে পদত্যাগ করেন।

এদিকে আকিব জাভেদকে পিসিবি’র হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তিনি দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের মানসিক ও টেকনিক্যাল প্রস্তুতি তদারকি করবেন, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে চাপ সামলে খেলতে পারেন।

পিসিবি বলেছে—“মাইক হেসনের নিয়োগ এবং আকিব জাভেদের হাই পারফরম্যান্স ইউনিটে পদক্ষেপ আমাদের ক্রিকেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।