জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করলেন তিনি—যা এখন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
মাত্র ২৯৭ বলে তিনশ ছুঁয়ে মুল্ডারে হয়ে যান টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ান, ঠিক বীরেন্দ্র শেবাগের (২৭৮ বল) পরেই। এরপর ব্লেসিং মুজারাবানির একটি ওভারপিচ বল কাভার দিয়ে বাউন্ডারি মেরে ছাড়িয়ে যান স্বদেশী হাশিম আমলার ৩১১ রানের রেকর্ডও।
এতেই থেমে থাকেননি। টেস্ট ইতিহাসে বিদেশের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও নিজের করে নেন মুল্ডার—চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হানিফ মোহাম্মদের ৩৩৭ রানের রেকর্ড ছাড়িয়ে।
এছাড়াও, তিনি পেছনে ফেলেছেন ক্রিকেট কিংবদন্তি সানাৎ জয়সুরিয়া (৩৪০), লেন হাটন (৩৬৪) ও স্যার গ্যারি সোবার্স (৩৬৫)-কেও।
মুলডারের ৩৬৭* রানের এই মহাকাব্যিক ইনিংস এখন টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার সামনে আছেন কেবল:
ব্রায়ান লারা (৪০০*)
ম্যাথু হেইডেন (৩৮০)
ব্রায়ান লারা (৩৭৫)
মাহেলা জয়াবর্ধনে (৩৭৪)
তবে সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত—লাঞ্চে পৌঁছানোর পর দক্ষিণ আফ্রিকা দল ইনিংস ঘোষণা করে, অর্থাৎ লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ থাকা সত্ত্বেও অধিনায়ক মুলডার সেটি না করেই দলকে এগিয়ে রাখাকে অগ্রাধিকার দেন।
এটি ছিল তার অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট, আর প্রথম ম্যাচেই তিনি নিজেকে অমর করে রাখলেন। যদিও বেডিংহ্যাম ও প্রিটোরিয়াস তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি, তবে মুল্ডারের ব্যাটে সেই ঘাটতি পূরণ হয়ে গেছে দ্বিগুণভাবে।
এমএইচএম