দুইজন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকান তারকা ও শ্রীলঙ্কার নির্ভরযোগ্য ওপেনার পাথুম নিশাঙ্কা আইসিসি জুন মাসের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত হয়েছেন।
এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের ঐতিহাসিক ম্যাচে বড় ভূমিকা রেখেছেন ওপেনার এইডেন মারক্রাম।
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ১৩৬ রানের ইনিংস দলের জয়ে বড় ভিত্তি গড়ে দেয়। বল হাতেও অবদান রেখেছেন, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউডের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। চাপে থাকা অবস্থায় টেম্বা বাভুমার সঙ্গে গড়ে তোলেন দৃঢ় জুটি এবং দলের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেন।
২৭ বছর পর দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো কোনো আইসিসি পুরুষদের সিনিয়র ট্রফি জিতল, আর এই জয়ে সবচেয়ে উজ্জ্বল নাম ছিল মারক্রাম।
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছেন রাবাদা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ভেঙে দেন এবং তার এই পাঁচ উইকেট হাউল ছিল ক্যারিয়ারের ১৭তম।
প্রথম ইনিংসে দল যখন মাত্র ১৩৮ রানে অলআউট, তখনও হাল ছাড়েননি। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট, যার মধ্যে উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের উইকেট দ্রুত তুলে নিয়ে খেলায় ফেরান দক্ষিণ আফ্রিকাকে।
পুরো ম্যাচে রাবাদা ৯ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এখন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি।
পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন শ্রীলঙ্কার ওপেনার নিশাঙ্কা। প্রথম টেস্টে গলেতে ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি দেন। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে সাহসী ২৪ রান করে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।
দ্বিতীয় টেস্টেও ছিলেন একই রকম কার্যকর। ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ২১১ রানের লিড এনে দেন, যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। সিরিজে টানা দুই ম্যাচে শতক হাঁকানো একমাত্র ব্যাটার ছিলেন তিনিই।
এমএইচএম