ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি বাতিল, ৩৫৮ কোটি রুপির জার্সি স্পনসর হারালো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, আগস্ট ২৫, ২০২৫
ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি বাতিল, ৩৫৮ কোটি রুপির জার্সি স্পনসর হারালো ভারত সংগৃহীত ছবি

নতুন অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন কার্যকর হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ড্রিম ইলেভেনের মধ্যে স্পনসরশিপ চুক্তি ভেঙে গেছে। ২০২৩ সালে স্বাক্ষরিত তিন বছরের এই জার্সি স্পনসরশিপ চুক্তির মূল্য ছিল ৩৫৮ কোটি টাকা।

সম্প্রতি পাশ হওয়া ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল-২০২৫’ অনুসারে দেশে অনলাইন মানি গেম অফার, পরিচালনা বা প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে। এর ফলে ড্রিম ইলেভেনের মতো অর্থভিত্তিক ফ্যান্টাসি গেমিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও বেআইনি হয়ে যায়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫ পাস হওয়ার পর বিসিসিআই ও ড্রিম ইলেভেনের সম্পর্ক শেষ হচ্ছে। ভবিষ্যতে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হব না। ’

ড্রিম ইলেভেন কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বোঝা যাচ্ছে, চুক্তি শেষ করার সিদ্ধান্তটি দুই পক্ষের সম্মতিতে হয়েছে। কারণ নতুন আইন অনুযায়ী শুধু প্রতিষ্ঠান নয়, যে কোনো প্রচার মাধ্যমও দায়ী হতে পারে অনলাইন মানি গেমিং প্রচারের ক্ষেত্রে।

নতুন আইন বলবৎ হওয়ার পর ব্যাংকগুলোও অনলাইন মানি গেমিং সংক্রান্ত আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে। ফলে এই খাতের কার্যক্রম কার্যত থমকে গেছে।

এদিকে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের ঠিক আগে স্পনসর হারিয়ে ভারতীয় দল এখন জার্সি স্পনসরহীন অবস্থায় রয়েছে। বিসিসিআই আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কোনো স্পনসর পেলে তবেই এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে নতুন লোগো দেখা যাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।