ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তানজিদ তামিম রাখলেন দুর্দান্ত অবদান। ওপেনিংয়ে নামতেই শুরু করলেন আগ্রাসী ব্যাটিং, প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করলেন প্রথম থেকেই।

মাত্র ৩১ বল খেলে তুলে নিলেন ৫২ রান। যাতে ছিল চারটি চার আর তিনটি দৃষ্টিনন্দন ছক্কার শট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সপ্তম অর্ধশতক।

সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিকে ব্যর্থতার তকমা লাগাতে দেননি তামিম। এই জুটি যখন ভাঙে স্কোরবোর্ডে তখন ৬৩। সাইফই আগে বিদায় নেন। ২৮ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রান।

তামিমও অর্ধশতক পূরণের পর বেশিক্ষণ স্থায়ী হননি। নূর আহমেদের বলে ইব্রাহিম জাদরানকে ক্যাচ দিয়ে ফেরেন। তার আগে অবশ্য স্কিপার লিটন দাসের মূল্যবান উইকেট খোয়ায় বাংলাদেশ। তবে তামিমের অর্ধশতক বাংলাদেশের বড় ইনিংসের পথ সুগম করে।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।