ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এই হার দ্রুত ভুলতে চান চার্লত্তে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
এই হার দ্রুত ভুলতে চান চার্লত্তে

সিলেট থেকে: জানুয়ারি ঐতিহাসিক অ্যাশেজ জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করতে মাঠে নেমেছিল ইংল্যান্ডের মেয়েরা। কিন্তু হেরে যেতে হলো ৯ রানে।

শুরুটা খারাপ হলেও এই হার ভুলে আবারও টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে চান ইংলিশ অধিনায়ক চার্লত্তে এডওয়ার্ডস।

বল হাতে ১২ ওভারে ক্যারিবীয়দের দিয়েছিল ৮৭ রান। পরের আট ওভারে তাদের বোলাররা দেয় ৪৬ রান। বোলারদের এমন পারফরমেন্সে তৃপ্তির ঢেঁকুর তুলছেন চার্লত্তে। প্রতিপক্ষে জয়ে বোলার দিয়েন্দ্রা ডট্টিনকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন,‘এই হার হতাশার। আমি সন্তুষ্ট যে বোলাররা ভালো পারফরমেন্স করেছে কারণ মনে হয়েছিল আমাদের ১৬০ রান অতিক্রম করতে হবে। দিয়েন্দ্রা দারুণ বোলিং করেছে আমাদের ধসিয়ে দিতে। তার প্রশংসার সঙ্গে বলা দরকার আমাদের উচিত ছিল আরও ভালো খেলার। ’

চার্লত্তে আরও বলেন,‘এই হার থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে শেখা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই পরাজয় যত দ্রুত সম্ভব ভুলে যেতে হবে। আর ইতিবাচক দিকগুলো মনে রাখতে হবে, বিশেষ করে ডেথ ওভার। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।