ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অসি মেয়েদের টার্গেট ১১৬

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
অসি মেয়েদের টার্গেট ১১৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের পর ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শিরোপা ধরে রাখতে জয় খুব প্রয়োজন অস্ট্রেলিয়া মেয়েদের। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাদের ঘুরে দাঁড়াতেই হবে।

বোলার ও ফিল্ডাররা তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছে। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে তারা বেধে দিয়েছে ১১৫ রানে। নয় উইকেট হারায় মিগনন ডু প্রিজের দল।

প্রথম বলেই প্রোটিয়া ওপেনার লিজেল লিকে জেস ক্যামেরুনের তালুবন্দি করান রেনে ফারেল। শুরুর মতো পুরো ম্যাচজুড়েই অসিরা উইকেট নেওয়ার উল্লাসে মেতেছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতিও বাড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

তৃষা ছেত্তি সবচেয়ে বেশি ৩০ রান করেছেন। ২৮ বলের ইনিংসে চারটি বাউন্ডারি মেরেছেন তিনি। দ্বিতীয় সেরা ২০ রান করে রান আউট হন মারিজানে ক্যাপ।

এছাড়া দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন মিগনন ডু প্রিজ (১৪), শাবনিম ইসমাইল (১৩) ও গত ম্যাচে ৯০ হাঁকানো ডেন ভ্যান নাইকার্ক (১২)। সুন লুজ ৭ বলে তিন চার ও এক ছয়ে ১৯ রানে অপরাজিত ছিলেন।

এরিন ওসবোর্ন, ফারেল ও জুলি হান্টার দুটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।