ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

জিততে হলে ইংলিশ মেয়েদের দরকার ৯৬

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মার্চ ২৬, ২০১৪
জিততে হলে ইংলিশ মেয়েদের দরকার ৯৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বুধবার টানা দুই ইনিংস অল্প স্কোরে শেষ হলো। আগের ম্যাচে টার্গেটে নেমে ৭৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

পরের ম্যাচে ইংল্যান্ডের সামনে ৯৫ রানের বেশি করতে পারল না ভারত। ৯ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডকে তারা লক্ষ্য দিল ৯৬ রানের। দুদলই প্রথম জয়ের দেখা পেতে মাঠে নেমেছে।

টস জিতে ব্যাট করতে নেমে এদিন মিতালি রাজ ছাড়া আর সবাই ছিলেন ব্যর্থ। ৪৮ বলে ফিফটি মারেন ভারতীয় অধিনায়ক। ৫৬ বলে আট চারে ৫৭ রানে থামে মিতালির ইনিংস।

এছাড়া শ্রাবন্তী নাইডু দুই অঙ্কের ঘরে পৌঁছান। তিনি করেন ২৭ বলে ১১ রান। অন্য ব্যাটারদের মধ্যে সেরা পারফরমার ঝুলন গোস্বামী (৫)।

দুই ইংলিশ পেসার আনিয়া শ্রুবসোল ও জেনি গুন তিনটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।