ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়াবর্ধনের অর্ধশতকে শ’ পেরোলো শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
জয়াবর্ধনের অর্ধশতকে শ’ পেরোলো শ্রীলঙ্কা

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় মাত্র ৪ রানের মাথায় ওপেনার কুশাল পেরেরার উইকেট হারালেও পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামলে দলের রানের চাকা এগিয়ে নিচ্ছেন লংকান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। দলের রান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধশতক পূরণ হয়েছে তারও।

৩৫ বলে ৬১ রান সংগ্রহ করে ব্যাট চালিয়ে যাচ্ছেন তিনি।

ক্রিজের অপর প্রান্তে রয়েছেন ওপেনার তিলকারত্নে দিলশান। ৩৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে অর্ধশতকের দিকে এগোচ্ছেন তিনিও।

প্রথম উইকেটের পতনের পর পরিস্থিতি সামাল দিয়ে এখন রান তোলায় মনোযোগ দিচ্ছেন তারা। রান তুলতে ইংলিশ বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছে দু’জনের ব্যাট‌ই। টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে রানের গতি খুব বেশি না হলেও ১৩ ওভার শেষে রানরেট রয়েছে প্রায় ৮। দলীয় সংগ্রহ পেরেরার উইকেট খুইয়ে ১০৩।

এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ২২তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

দু’দলই অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে।

এ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে লঙ্কানরা।

এর আগে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৫ রানে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

অন্যদিকে, ইংল্যান্ডের এটি আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের সঙ্গে ডি/এল মেথডে ৯ রানে হেরে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

**জয়াবর্ধনে-দিলশানের ব্যাটে এগোচ্ছে লংকা
**রান তুলতে চড়াও জয়াবর্ধনের ব্যাট
**পেরেরাকে ফেরালেন ‍ডার্নবাখ
**ব্যাটিংয়ে লংকানরা
**টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।