ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৩তম ম্যাচে গ্রুপ-২ এর খেলায় ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি।



ছয় ওভারে অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে করেছে ৪১ রান।

অসিদের হয়ে ব্যাটিং সূচনা করতে নেমেছিলেন ৪৮ ম্যাচ খেলা ডেভিড ওয়ার্নার এবং ১৫ ম্যাচ খেলা অ্যারন ফিঞ্চ।

চতুর্থ ওভারের চতুর্থ বলে স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ ১৬ (১১)। পঞ্চম ওভারে স্যামুয়েল বদ্রি আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে (২০) বোল্ড করেন। পরের ওভারে সুনীল নারাইন ফেরান শেন ওয়াটসনকে।

এর আগে সুপার টেনের প্রথম খেলায় ক্যারিবীয়রা ভারতের কাছে ৭ উইকেটে হেরে গেলেও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ৭৩ রানের জয় পেয়েছিল। আর নিজেদের একমাত্র খেলায় অসিরা পাকিস্তানের সঙ্গে হেরে গিয়েছিল ১৬ রানে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।