ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুন কিছুর আশায় বাংলাদেশ

সোহানুজ্জামান খান নয়ন, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
নতুন কিছুর আশায় বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে: আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির এবারের আসরে বাংলাদেশ ইতিমধ্যে কোয়ালিফাইং রাউন্ড এবং মূলপর্ব মিলিয়ে গুণে গুণে চারটি ম্যাচ খেলেছে। প্রথম দুই ম্যাচের রাজকীয় জয়ে বেশিক্ষণ আকাশে উড়তে পারেনি স্বাগতিকরা।

নবাগত হংকং এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজে ভাবে বিদ্ধস্ত হয়ে হতাশায় ফেলে পুরো দেশবাসীকে।

বাংলাদেশ দলের আগের চারটি ম্যাচের দিনের কোনটিও বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন না হলেও দর্শকের সরব উপস্থিতি চোখে পড়ার মত ছিল। তবে এই ক্রিকেট পাগল দেশে নিজেদের খেলার দিন ঘরে বসে থাকতে কোন মানুষই চাইবে না। টিকিটের আকাশ ছোঁয়া মূল্য আর সোনার হরিণে পরিণত এই মহামূল্য রতন যারা হাতে পেয়েছেন তাদের মাঠে সরব উপস্থিতি চোখে পড়ার মত। শুক্রবার বলে সবার মধ্যে বাড়তি আগ্রহ। স্টেডিয়ামের প্রবেশ পথে দীর্ঘ লাইন ঠেলে গ্যালারীতে প্রবেশের সময় সবার চোখে যেন স্বপ্ন আঁকা।

বাংলাদেশের জয় বা ভাল খেলা দেখার প্রত্যাশায় যারা মাঠে এসেছেন তারা আগেই বাড়তি বিনোদন দেখলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চার-ছক্কার সাথে গ্যাংনাম নৃত্য। প্রথম ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করতেই পুরো গ্যালারীতে চিৎকার মুশফিকদের স্বাগত জানাল। সবাই যেন ভুলে গেছে এই দলটাই শেষ দুই ম্যাচে বাজে ভাবে হেরেছে।

বাংলাদেশের ম্যাচের দিন টিকিট কালো বাজারীদের আনাগোনা একটু বেশীই থাকে। তবে ছুটির দিন হওয়ায় বাড়তি সুযোগ কাজে লাগানোর চেষ্টা। চার-ছক্কার মহা মিলন দেখতে মাঠে তিল ধারনের জায়গা নেই। সব বাধা পেছনে ফেলে মাঠে এসেছেন। কোন দুঃখ নেই। আজ যেন বাংলাদেশ সেই পুরোনো স্মৃতির নতুন কোন গল্প বানায়, সেই আশার ডালপালা মনের জানালায়  উকিঁ মারছে ক্রিকেট পাগল দেশের মানুষের।


বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।