ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামিরা হ্যাপি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪
স্যামিরা হ্যাপি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে: প্রথম ম্যাচে হোঁচট খেলেও টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবিয়রা। আর সেই ঘুরে দাঁড়ানোটা সম্ভব হয়েছে দলগত পারফরম্যান্সের কারণে।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি এমনটি বলেন।

স্যামি বলেন, ‘দলগত পারফরম্যান্সের কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয় পাওয়া সম্ভব হয়েছে। আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিলো। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জয় পায় উইন্ডিজরা। ১৩ বলে ৩৪ রান করে ম্যাচ সেরা হন ড্যারেন স্যামি।

ভারতের সঙ্গে হারের পর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা জয় পেলো তারা। এমন জয়ে উচ্ছ্বসিত ও উজ্জ্বিবিত ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন,  ‘আমরা এখনো টুর্নামেন্ট জিতিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি কঠিন ম্যাচ ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই ম্যাচটি আমরা জিতেছি। উদ্ধোধনী জুটিতে গেইল-স্মিথ স্কোরকার্ডে যোগ করেছেন ৫০ রান। অসিদের বিপক্ষে জয়ে এই দুজন বড় ভূমিকা রেখেছেন। ’

তিনি আরো বলেন, ‘ক্রিস এবং স্মিথ আমাদের দারুণ সূচনা এনে দিয়েছে। তারাই আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছে। তাদের বোলিং কি ছিলো সেটা নিয়ে আমরা চিন্তা করিনি। বড় কথা আমরা অনেক খুশি। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর পূর্বে গেইলের জেগে ওঠা প্রয়োজন ছিলো এমনটি তাকে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদেরও প্রশংসা করে তিনি বলেন,‘অস্ট্রেলিয়া খুব ভালো খেলেছে। বিশেষ করে তাদের একজোড়া বোলার অনেক ভালো বল করেছে। শেষ ওভারে ফকনারের বল খেলাটা সত্যিই অনেক উপভোগ্য ছিল। আশা করি আমরা আমাদের জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। ’

অপরদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলি মনে করেন তাদের দলীয় সংগ্রহ ১৭৮ হলেও ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ১৭৮ রান করেছি। কিন্তু ব্যাটিংয়ে আমরা ব্যক্তিগতভাবে ভালো করতে পারিনি। আমরা মিডলে গিয়ে অনেক উইকেট হারিয়েছি।   আমাদের দলের বেশ কিছু ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। তারা নিজেদের সেরা ফর্মেও রয়েছে। তবে এই ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। ’

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্রশংসা করে বেইলি বলেন, ‘তারা  সত্যিই অনেক ভালো বল করেছে।   শেষের দিকে স্যামির ঝড়ো ব্যাটিংয়ের কাছেই মূলত আমরা পেরে উঠিনি। ’

তিনি আরো বলেন, ‘স্যামি অনেক ভালো খেলেছে। সে তার পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। উইকেটে এসে দেখেশুনে দারুণসব হিট নিয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।