ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারজিত নয়, ভালো খেলার চিন্তা ধোনির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৪
হারজিত নয়, ভালো খেলার চিন্তা ধোনির

ঢাকা: ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার দ্বারপ্রান্তে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সঙ্গে শিরোপার লড়াইয়ে নামছে তারা।

রোববার ঢাকার মিরপুরে চেনা প্রতিপক্ষকে মোকাবিলার আগে হার জিত নিয়ে নয়, ভালো খেলাকেই গুরুত্ব দিতে চান বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

চার বছরের মধ্যে আইসিসি তিনটি গুরুত্বপূর্ণ ট্রফি জেতার সামনে। কিন্তু এসব নিয়ে ভাবছেন না ধোনি,‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ফাইনালটা। বাকি সব নিয়ে আমরা ভাবছি না। দেশের জন্য বিশ্বকাপ জেতাটাই সবার আগে। ’

দলের অবস্থা নিয়ে তিনি বলেন,‘আমাদের দলে দুই তিনজন টি-টোয়েন্টির বিশেষ খেলোয়াড় আছে। বাকিদের বেশিরভাগই তিন ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা আছে। তারা ধারাবাহিকভাবে খেলছে। ’

প্রতিপক্ষকে নিয়ে ধোনির মূল্যায়ন,‘শ্রীলঙ্কা ভালো দল। তারা চমৎকার খেলে। তাদের দারুণ স্পিনার আছে যারা ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারে। সিনিয়র দলের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল আছে। মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা অভিজ্ঞ। বোলিংয়ে মালিঙ্গা ও ব্যাটিংয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস দারুণ খেলছে। এক কথায় তারা সত্যিই ভালো দল। ’


মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার এটাই শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তাদেরকে নিয়ে কোনো টার্গেট নেই জানালেন ভারতীয় অধিনায়ক,‘ব্যক্তিগত কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তারা তাদের দেশকে প্রতিনিধিত্ব করছে, আমি করছি আমার দেশের। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইব। যারা সবচেয়ে বেশি ভালো খেলবে তাদের পক্ষেই যাবে ম্যাচ। আমরা আর কোনো চিন্তা করছি না। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে কেমন ক্রিকেট খেলছি সেটা জানি। ’

তবে ড্রেসিং রুমে শ্রীলঙ্কান খেলোয়াড়রা অভিজ্ঞ দুই তারকাকে মিস করবে,‘তারা দীর্ঘদিন ধরে লঙ্কান ক্রিকেটের সঙ্গে আছে। খেলোয়াড়রা ড্রেসিংরুমে তাদের উপস্থিতি মিস করবে। ’

দলের আগের অর্জন থেকে দূরে সরে এই ফাইনালে সবাই অবদান রাখবে মনে করেন,‘আমরা কী অর্জন করেছি সেটা বড় কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবাইকে একসঙ্গে অবদান রাখতে হবে। ব্যাটিং ও বোলিংয়ে সমান ভূমিকা রাখতে হবে। এটাই থাকতে আমাদের মূল উদ্দেশ্য। ফাইনালের ফল কী হবে সেটা নয়। ’

গত কয়েক বছর ভারত শ্রীলঙ্কার ক্রিকেটীয় লড়াই হয়েছে অনেক। কিন্তু ফাইনালে উঠলে ফল পক্ষে গেছে ভারতের। অন্যদিকে দুবার শিরোপার কাছে গিয়েও হাতছাড়া হয়েছে লঙ্কানরা। আসন্ন টি-টোয়েন্টি ফাইনালে এটা কী ভারতকে মানসিকভাবে এগিয়ে রাখবে? এমন প্রশ্নে ধোনি বলেন,‘আমার মনে হয় না মানসিকভাবে এগিয়ে থাকার কিছু আছে। টি-টোয়েন্টি নতুন একটা ফরম্যাট। এখানে পরিসংখ্যান বিশ্বাস করা যায় না। দিনটা যার পক্ষে যাবে তার দিকেই সফলতা ধরা দিবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ৫ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।