ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অতীত ভুলে ভালো করার প্রত্যয়ী জিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুন ১, ২০১৪
অতীত ভুলে ভালো করার প্রত্যয়ী জিয়া জিয়াউর রহমান

ঢাকা: এক সপ্তাহ যাবত চলছে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। সকল দিক থেকে নিজেদের ঝাঁলিয়ে নিচ্ছে ক্রিকেটাররা।

জাতীয় দলের অল-রাউন্ডার জিয়াউর রহমান অতীত স্মৃতিকে ভুলে নতুন উদ্যোমে সব কিছু শুরু করতে চান।

রোববার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন জিয়া।

পেছনের সবকিছুকে ছাপিয়ে ও দুর্বলতাকে কাটিয়ে ভারত সফরে ভালো কিছু আশা করছেন তিনি। জিয়াউর বলেন,‘যেটা চলে গেছে সেটা চলে গেছে। পাস্ট ইজ পাস্ট। আমরা সবকিছু নতুনভাবে শুরু করতে চাচ্ছি। আমাদের ১৪-১৫ দিনের ক্যাম্প চলছে, আমরা ভালোভাবে সময়টা পার করছি। যার যে দুর্বলতাগুলো ছিলো সেগুলো নিয়ে কাজ করছি। ইমরান স্যার আছে সে বোলিং, ব্যাটিং দেখতেছে। আশা করি ইন্ডিয়া সিরিজে ভালো করতে পারবো। ’

ক্যাম্প শুরুর পর থেকে শরীরিক ও মানসিক দিক থেকে বেশ চাঙ্গা মনভাবে আছেন তিনি।   বলছিলেন,‘সবকিছু ভালোই আছে। শরীরিক ও মানসিক সব দিক থেকে ভালোই চলছে। ইমরান স্যার আছেন, স্যার আমাদের খুব সাহায্য করছেন। ’

খেলোয়াড়রা জাতীয় দলে আসা-যাওয়া মধ্যে থাকে। জিয়াউর রহমানের অবস্থাও নড়বড়ে। নিজের অবস্থান পাঁকা-পোক্ত করতে আরো পরিশ্রম করছে। তিনি বলেন, ‘এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং জায়গা। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করছি। একটা খেলোয়াড় যদি আসা-যাওয়া মধ্যে থাকে তাহলে কিন্তু আত্মবিশ্বাস কমে যাবে। একটা বা দুইটা ম্যাচ যদি খারাপ খেললে তাহলে তৃতীয় ম্যাচে কাম ব্যাক করার সুযোগ থাকে। নিজের জন্যে অনেক কাজ করছি। আশা করি সামনে আরো ভালো হবে। ’

ঘরোয়া লিগে ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করলেও জাতীয় দলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারে না। তার ব্যাখ্যায় নিজের প্রসঙ্গে জিয়াউর আরো বলেন,‘আমার জিনিসটা আমি বলি, আমি যখান লিগে ব্যাটিং করছি তখন নম্বর সিক্সয়ে ব্যাটিং করতেছি। আর ন্যাশনাল টিমে আট নম্বরে ব্যাটিং করছি। আমার হাতে খুব কম সময় থাকছে। কম সময়ে বড় ইনিংস কঠিন হয়ে যায়। লিগে আমি ১০, ১৫ ও ২০ ওভার পাচ্ছি। আর এখানে (আন্তর্জাতিক) সময় কম পাচ্ছি। আমি যদি ১০ ওভার ১২ ওভার সময় পেতাম তাহলে হয়তোবা নিজেকে আর একটু যাচাই করার সুযোগ পেতাম। ’

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০১ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।