ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশাল ব্যবধানে হেরেছে ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুন ৯, ২০১৪
বিশাল ব্যবধানে হেরেছে ‘এ’ দল এন্ড্রু রাসেল

ঢাকা: বারবাডোজে ৫০ ওভারের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্সের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে বিশাল ব্যবধানে। নাঈম ইসলামের দল ১১৭ রানে হেরেছে।



স্কোর
হাই পারফরম্যান্স সেন্টার: ৩২৭/৯ (৫০ ওভার)
বাংলাদেশ ‘এ’ দল: ২১০/১০ (৪১.২ ওভার)
ফল: হাই পারফরম্যান্স সেন্টার জয়ী ১১৭ রানে

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হাই পারফরম্যান্স সেন্টার। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে তারা ৩২৭ রান তোলে। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ১৩২ রান করে অপরাজিত থাকেন এন্ড্রু রাসেল। মাত্র ৫৬ বলে ৭টি চার আর ১৩ ছক্কা হাঁকান রাসেল।

দলীয় ৪৯ রানে চার উইকেট হারানো হাই পারফরম্যান্স সেন্টারের হয়ে ৬৭ রান করেন লিওন জনসন। ৬১ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩ টি উইকেট নেন পেসার শফিউল ইসলাম। দুটি করে উইকেট পান ফরহাদ রেজা ও মুক্তার আলী।

৩২৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভার দুই বলে ২১০ রান তুলতেই গুটিয়ে যায় নাঈম বাহিনী।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে শুভগত হোমের ব্যাট থেকে। শুভগত ৫১ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া ৩৮ রান করেন ওপেনার ইমরুল কায়েস, ৩০ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে।

দলের হয়ে আর কেউ বড় স্কোর গড়তে না পারলে ১১৭ রানের বিশাল পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশ ‘এ’ দলকে।

হাই পারফরম্যান্স সেন্টারের হয়ে তিনটি করে উইকেট নেন কার্লোস ব্রাথওয়েট ও অ্যাশলে নার্স। দুটি উইকেট পান নিকিতা মিলার।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘন্টা, ৯ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।