ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবিয়দের ব্যাটিংয়ে বৃষ্টির বাধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
ক্যারিবিয়দের ব্যাটিংয়ে বৃষ্টির বাধা

ঢাকা: নিউজিল্যান্ডে বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে সমতায় ফিরতে ক্যারিবিয়দের দরকার ১২৪ রান। তৃতীয় ও শেষ টেস্টে বাঁহাতি স্পিনার সুলেমান বেন ও পেসার কেমার রোচের দুর্দান্ত বোলিংয়ে ২৯৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

৪৪.২ ওভার খেলা হয়ে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়।

নিউজিল্যান্ড: ২৯৩
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৯/২ (৪২.২ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের ১-১ সমতায় রয়েছে উভয় দল। দ্বিতীয় প্রথম কোন উইকেট না হারিয়ে ৩২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১৬৯ রান করতে গিয়ে দুই উইকেট হারায় দিনেশ রামদিন বাহিনী। ৪২.২ ওভার পর্যন্ত খেলা হয়। বাকি সময় বৃষ্টি থাকার কারণে খেলা বন্ধ হয়ে যায়। আগামীকাল নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে।

প্রথম ইনিংসে ক্যারিবিয়দের সমতায় ফিরতে আরো ১২৪ রান প্রয়োজন, হাতে রয়েছে আট উইকেট।

সিংহ মানব ক্রিশ গেইল ৪২ রান করে সাজ ঘরে ফিরেন। দেখে-শুনে ব্যাট করছিলেন ক্রাইগ ব্রাথওয়েল। ৬৮ রানে ওয়াগনারের বলে বিদায় নেন ব্রাথওয়েল। ৪২ রানে উইকেট আছেন কিরক এওয়ার্ডস। অপর প্রান্তে রয়েছেন ড্যারেন ব্রাভো।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ২৮ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।