ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গড়পড়তায় খেলছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
গড়পড়তায় খেলছে ইংল্যান্ড

ঢাকা: ভারতের বড় স্কোর তাড়া করতে গিয়ে চাপের মধ্যে রয়েছে ইংল্যান্ড। ৪৫৭ রানকে স্পর্শ লক্ষ্যে ৯ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

ভুবনেশ্বর কুমার ও ইশান শর্মার বোলিংয়ে নড়বড়ে হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন।

ভারত: প্রথম ইনিংস-৪৫৭
ইংল্যান্ড: প্রথম ইনিংস-৩৫২/৯

৪৩ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। স্যাম রবসন ৫৯ রান ও গ্যারি ব্যালেন্স ৭১ রান করে ইশান শর্মার এলবিডব্লিউর ফাঁদে পড়েন। দ্বিতীয় উইকেট জুটিতে ১২৫ রান যোগ করেন রবসন ও ব্যালেন্স।

এছাড়া ইয়ান বেল ও স্টুয়ার্ড ব্রড যথাক্রমে করেন ২৫ ও ৪৭ রান।

৭৮ রান নিয়ে উইকেটে এখনো অপরাজিত আছেন জো রুট। অপর প্রান্তে ২৩ রান নিয়ে উইকেটে আছেন বোলার এন্ডারসন।

ভারতে পক্ষে বল হাতে চার উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার। তিন দখলে রাখেন ইশান শর্মা ও মোহাম্মদ স্যামি নিয়েছেন দু’টি।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ১২ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।