ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনন্য নজির হেরাথের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
অনন্য নজির হেরাথের রঙ্গনা হেরাথ

ঢাকা: কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের ৬ উইকেটের পাঁচটি তুলে নিয়েছিলেন লংকান স্পিনার রঙ্গনা হেরাথ। পরের দিন বাকি থাকা চারটি উইকেটের চারটিই নিয়ে ইনিংসে মোট নয়টি উইকেট পেয়ে এক অনন্য নজির সৃষ্টি করলেন রঙ্গনা।



পাকিস্তানের দশটি উইকেটের মধ্যে নয়টিই পেয়েছেন হেরাথ। প্রথম ইনিংস শেষে তার বোলিং ফিগার ৩৩.১-৩-১২৭-৯।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩২০ রানের জবাবে শুক্রবার ৬ উইকেটে ২৪৪ রানে দ্বিতীয় দিন শেষ করে সফরকারী পাকিস্তান। জয়বর্ধনের বিদায়ী টেস্ট ম্যাচে হেরাথের এ বোলিং ফিগার টেস্ট ক্রিকেটের এক ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে তৃতীয় সেরা।

লংকান কিংবদ্বন্তি স্পিনার মুত্তিয়া মুলারিধরনের জামানায় হেরাথ ছিলেন তার ছায়াস্বরুপ। মুলারিধরনের বিদায়ের পর থেকে ধীরে ধীরে লংকারদের কাছে এক আস্থার স্পিনার হয়ে উঠেন হেরাথ।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের বোলার জিম ল্যাকার। ১৯৫৬ সালে তিনি ল্যাকার ৫৩ রান খরচায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েন।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রান খরচে ১০ উইকেট তুলে নেন এ ভারতীয় বোলার। এছাড়া এক ইনিংসে ৯টি করে উইকেট পেয়েছেন আরো পনেরো জন বোলার। হেরাথ রয়েছেন ষোল নম্বরে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।