ঢাকা: ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনো করে ছাড়লো মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। তাদের দুজনের ১০৯ রানের জুটিতে হারারেতে সর্বোচ্চ ৩৫০ রানের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।
নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের ইনজুরিতে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মার্শ ও ম্যাক্সওয়েলের সাহায্যে শেষ দশ ওভারে ১৪৭ রানের রেকর্ডও গড়ে অস্ট্রেলিয়া।
৩৫১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ১৫২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৭০ রান আসে হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। ৯১ বলে ছয়টি চার ও একটি ছয় এই ইনিংস সাজান তিনি। এছাড়া ৩৩ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। অসিদের হয়ে ৪.৩ ওভারে ১৬ রানে তিনটি উইকেট নেন স্টেভেন স্মিথ।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মার্শের ৮৩ বলে ৮৯ ও ম্যাক্সওয়েলের মাত্র ৪৬ বলে ৯৩ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ছয় উইকেটে এই বিশাল সংগ্রহ দাঁড় করায় অসিরা।
এছাড়া ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ৬৭ রান। স্বাগতিকদের হয়ে দুটি উইকেট পান তেন্দাই চাতারা। ম্যাচ সেরা হন মার্শ।
আগামী ২৭ আগষ্ট সিরিজের অন্য দল দ.আফ্রিকার বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘন্টা, ২৬ আগষ্ট ২০১৪