ঢাকা: বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগাররা ৩ উইকেটে পরাজিত হয়েছে।
২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার আহমেদ শেহজাদ (৫ রান) আর সরফরাজ আহমেদ (১ রান) বিদায় নেন। এরপর ইউনুস খান ব্যাটিংয়ের হাল ধরে ২৫ রান করে তাসকিনের বলে সাজঘরে ফেরেন। হারিস সোহেলের (৩৯) উইকেটটি নেন মাহামুদুল্লাহ। আর আকমলও আউট হন ৩৯ রান করে।
এরপর মাশরাফির শিকারে সাজঘরে ফেরেন উমর আকমল। মাশরাফির বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা দেন আকমল। ১০ রান করা মিসবাহকে বোল্ড করেন তাসকিন আহমেদ। শেষ দিকে আফ্রিদি ২০ বলে ২৪ রান করে সাকিব আল হাসানের বলে আরাফাত সানির হাতে ক্যাচ দেন।
প্রথম ইনিংসে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ১৬৮ রানের পার্টনারশিপে ভর করে পাকিস্তানের বিপক্ষে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৫