ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষেই অবস্থান করছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
শীর্ষেই অবস্থান করছে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: একদিনের ক্রিকেটে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো অস্ট্রেলিয়া। আর আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে এক নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিকরা।



আগামী ১৪ ফেব্রুয়ারি মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অজিরা। যেখানে র‌্যাংকিংয়ের পঞ্চম হিসেবে মাঠে নামবে ইংলিশরা। একই দিনে ক্রাইসচার্চে কো-হোস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠস্থানে থাকা নিউজিল্যান্ড লড়বে পঞ্চমস্থানে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে

এদিকে প্রথমস্থানে থাকা অজিদের রেটিং পয়েন্ট ১২০। আর দুই ও তিনে থাকা ভারত ও দক্ষিন আফ্রিকার রেটিং পয়েন্ট যথাক্রমে ১১৪ ও ১১৩। আর সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলো হচ্ছে যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।