ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধাওয়ান-কোহলির অর্ধশতক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ধাওয়ান-কোহলির অর্ধশতক ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ৩৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা। এরপর কোহলিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছেন শেখর ধাওয়ান।

দু’জনেই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। সেই সঙ্গে দলী শতক পার হয়েছে।

ধাওয়ান ৫৪ বল মোকাবেলা করে ৫০ রান তোলেন। এটা তার দ্বিতীয় আন্তর্জাতিক অর্ধশতক।

অন্যদিকে ৬০ বল মোকাবেলা নিজের ঝুলিতে আরও একটি অর্ধশতক তুলে নেন। এনিয়ে একদিনে আন্তর্জাতিক ম্যাচে ৩৩তম অর্ধশতক হলো কোহলির। ভারত-পাকিস্তান ম্যাচের ৮তম অর্ধশতক এটা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ময়দানে শুরু হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় মহাযুদ্ধ।

ইতিহাস-পরিসংখ্যান ভারতকে এগিয়ে রাখলেও সেই ইতিহাস নতুন করে লেখার প্রত্যয় নিয়ে নেমেছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।