ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

শতক করেই সাজঘরে মাহেলা, ফের শঙ্কায় লংকানরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, ফেব্রুয়ারি ২২, ২০১৫
শতক করেই সাজঘরে মাহেলা, ফের শঙ্কায় লংকানরা ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের শতক পূরণ করেই সাজঘরের পথ ধরলেন শ্রীলংকান অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তার বিদায়ে ফের শঙ্কায় ভুগছে লংকান শিবির।

কারণ জিততে হলে তাদের এখনও প্রায় অর্ধশত রান করতে হবে। হাতে আছে লোয়ার অর্ডারের মাত্র চারটি উইকেট।

এর আগে, ২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলংকা। দুই রানে দুই উইকেট খোয়ানোর পর ৫১ রানে টপ অর্ডারের চার চার খুইয়ে ফেলে তারা। এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে চাপ সামাল দিয়ে এগোতে থাকেন অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনে। দলকে অনেকটা জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে যান এ দু’জন, তাদের পার্টনারশিপ থেকে যোগ হয় ১২৬ রান।

দলীয় ১৭৭ রানের মাথায় ম্যাথুস রান আউট হয়ে ব্যক্তিগত ৪৪ রানে সাজঘরের পথ ধরলেও মাঠে মাহেলার অবস্থানে স্বপ্ন দেখতে থাকে লংকান শিবির। কিন্তু দলীয় ও নিজের এক রান যোগ করে শতক পুরিয়েই মাহেলা (১০০) ফিরে গেলে ফের ঘুরে দাঁড়ায় আফগানরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত  ক্রিজে আছেন থিসারা পেরেরা ও জীবন মেন্ডিস। শেষ হাসি হাসতে হলে লংকানদের নিতে হবে ৩৬ বলে ৪৫ রান। আর আফগানদের ঝুলিতে ভরতে হবে মাত্র চার উইকেট।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** জয়বর্ধনের সেঞ্চুরিতে জয়ের পথে লংকানরা
** চাপ সামাল দিচ্ছে জয়বর্ধনে-ম্যাথুস জুটি
** লংকান টপঅর্ডারে ধস
** লংকানদের চোখ রাঙাচ্ছে আফগানরা
** শুরুতেই হোঁচট খেল শ্রীলংকা
** শ্রীলংকার টার্গেট ২৩৩
** পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা
** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।