ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

জয়াবর্ধনে ম্যাচ সেরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, ফেব্রুয়ারি ২২, ২০১৫
জয়াবর্ধনে ম্যাচ সেরা মাহেলা জয়াবর্ধনে

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করে  ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন লঙ্কান লিজেন্ড মাহেলা জয়াবর্ধনে। এটি ছিল তার ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি।

 
 
মাহেলা জয়াবর্ধনে যখন ক্রীজে আসেন তখন শ্রীলঙ্কাকে পরাজয়ের শঙ্কা  ঘিরে ধরেছিল। কিন্তু তার সাবলীল ব্যাটিং সেই শঙ্কা দূর করে দেয়। ৩৭ বছর বয়সী মাহেলা ১২০ বলে  ১০০ রানের ইনিংসে আটটি চার এবং একটি ছক্কার মার মারেন।
 
এই ডানহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত ৪৪২ টি ওয়ানডে ম্যাচে ১২৫২৫ রান করেছেন।   ১৯৯৮ সালে কলোম্বতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল এই স্টাইলিশ মিডল অর্ডার ব্যাটসম্যানের।
 
বাংলাদেশ সময়: ১২:০২ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।