ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

উইকেটের অপেক্ষায় ভারত, সতর্ক প্রোটিয়ারা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, ফেব্রুয়ারি ২২, ২০১৫
উইকেটের অপেক্ষায় ভারত, সতর্ক প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: দুই ওপেনারকে হারিয়ে বেশ সর্তক ভাবেই ব্যাট চালাচ্ছে প্রোটিয়ারা। ব্যাটিং ক্রিজে অপরাজিত আছেন ডি ভিলিয়ার্স (২৬) এবং ফাফ ডু প্লেসিস (৩২)।

এ দুই ব্যাটসম্যান ৫২ রানের জুটি গড়েছেন।

২০ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ৯২ রান।

এর আগে ইনিংসের চতুর্থ ওভারে ডি কককে ফেরান মোহাম্মদ সামি। দলীয় ১২ রানে প্রোটিয়ারা তাদের প্রথম উইকেট হারায়। মিড অফে দাঁড়ানো বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে ডি কক করেন ৭ রান। আর এই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো শতক ছাড়াই সাজঘরে ফেরেন ডি কক।

৩০৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ডি কককে হারানোর পর ব্যক্তিগত ২২ রান করে আরেক ওপেনার হাশিম আমলা মোহিত শর্মার বলে সামির হাতে ধরা পড়েন। এগারোতম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪০ রানে ফেরেন আমলা।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামে। প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে আসেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। আর ভারতের হয়ে বোলিং সূচনা করতে আসেন উমেস যাদব।

এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের সেঞ্চুরি, মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের ৭৯ রানের ওপর ভর করে ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩০৭ রান।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫

** মোহিত ফেরালেন আমলাকে
** পাওয়ার প্লে’তে প্রোটিয়ারা ৩৮/১
** সাজঘরে ডি কক
** ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়ারা
** ধাওয়ানের সেঞ্চুরিতে ৩০৭ রানের পুঁজি ভারতের
** রাহানেকে ফেরালেন স্টেইন
** দলকে শক্ত অবস্থানে রেখে সাজঘরে ধাওয়ান
** ধাওয়ান-রাহানের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত
** সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পথ দেখাচ্ছেন ধাওয়ান
** সাজঘরে কোহলি
** কোহলি-ধাওয়ানের ব্যাটে শতক পেরোলো ভারত
** ধাওয়ানের অর্ধশতক, এগোচ্ছে রানের চাকা
** কোহলি-শিখর জুটিতে লড়ছে ভারত
** রানআউট হয়ে সাজঘরে রোহিত শর্মা
** ব্যাট করতে নেমেছেন রোহিত-ধাওয়ান
** টসে জিতে ব্যাটিংয়ে ভারত
** বিশ্বকাপে প্রোটিয়া-দুঃখ ঘোচাতে নামছে ভারত
** এবার প্রোটিয়াদের হারাতে চায় ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।