ঢাকা: মুখোমুখি লড়াইয়ের সব পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকার পক্ষে থাকলেও তাদের নাকানিচুবানি খাইয়ে জয় ছিনিয়ে নিলো ভারত। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ১৩০ রানে বিশাল জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল।
বিশ্বকাপে এর আগে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারার জ্বালা মেটাতেই যেন এদিন মাঠে নামে ভারতীয়রা। টস জিতে ব্যাটিং নেমে শিখর ধাওয়ানের অনবদ্য সেঞ্চুরি ও অজিঙ্কা রাহানের ৭৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৩০৭ রানের বিশাল পুঁজি দাঁড় করায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধন করেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। আর ভারতের হয়ে বোলিং সূচনা করেন উমেশ যাদব।
ম্যাচের চতুর্থ ওভারেই ডি কককে ফেরান মোহাম্মদ সামি। দলীয় ১২ রানে মিড অফে দাঁড়ানো বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে ডি কক করেন ৭ রান। এতে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো শতক ছাড়াই সাজঘরে ফেরেন ডি কক।
ওপেনার ডি কককে হারানোর পর ব্যক্তিগত ২২ রান করে আরেক ওপেনার হাশিম আমলা মোহিত শর্মার বলে সামির হাতে ধরা পড়েন। ১১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪০ রানে ফেরেন আমলা।
দুই ওপেনারকে হারিয়ে বেশ সর্তকভাবেই খেলতে থাকে প্রোটিয়ারা। তবে, ২৩তম ওভারের পঞ্চম বলে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ডি ভিলিয়ার্স। ব্যক্তিগত ৩০ রান করে রান আউটের শিকার হন তিনি।
ভিলিয়ার্সের দেখানো পথে সাজঘরে ফেরেন ফাফ ডু প্লেসিস। ব্যক্তিগত ৫৫ রান করে মোহিত শর্মার বলে তুলে মারতে যেয়ে মিড অফে শিখর ধাওয়ানের তালুবন্দি হন তিনি। এরপর অশ্বিনের বলে স্লিপে দাঁড়ানো সুরেশ রায়নার হাতে ধরা পড়েন ডুমিনি (৬ রান)।
প্রোটিয়াদের ষষ্ঠ উইকেটের পতন ঘটে দলীয় ১৫৩ রানের মাথায়। ব্যক্তিগত ২২ রান করে ডেভিড মিলার রানআউট হওয়ার পর এলবিডব্লিউর ফাঁদে পড়ে একই ওভারে সাজঘরের পথ ধরেন ফিল্যান্ডার। ফলে, সপ্তম উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর এক রান যোগ করে ম্যাচের ৩৭তম ওভারে মোহাম্মদ সামির বলে রবিন্দ্র জাদেজার তালুবন্দি হন ডেল স্টেইন। প্রোটিয়াদের নবম উইকেটের পতন ঘটে ৩৮তম ওভারের দ্বিতীয় বলে। আশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরেন মরনে মরকেল।
এরপর ৪০ তম ওভাবে রবীন্দ্র জাদেজা ইমরান তাহিরকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে গুটিয়ে দেন প্রোটিয়াদের। প্রথমবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোয় মেলবোর্ন স্টেডিয়ামে ভারতীয় সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫/ আপডেট: ১৭১১ ঘণ্টা
** জয়ের খুব কাছে ধোনিবাহিনী
** ম্যাচের নিয়ন্ত্রণে টিম ইন্ডিয়া
** টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে
** প্রোটিয়াদের চতুর্থ উইকেটের পতন
** রান আউট হয়ে ফিরলেন ডি ভিলিয়ার্স
** উইকেটের অপেক্ষায় ভারত, সতর্ক প্রোটিয়ারা
** মোহিত ফেরালেন আমলাকে
** পাওয়ার প্লে’তে প্রোটিয়ারা ৩৮/১
** সাজঘরে ডি কক
** ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়ারা
** ধাওয়ানের সেঞ্চুরিতে ৩০৭ রানের পুঁজি ভারতের
** রাহানেকে ফেরালেন স্টেইন
** দলকে শক্ত অবস্থানে রেখে সাজঘরে ধাওয়ান
** ধাওয়ান-রাহানের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত
** সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পথ দেখাচ্ছেন ধাওয়ান
** সাজঘরে কোহলি
** কোহলি-ধাওয়ানের ব্যাটে শতক পেরোলো ভারত
** ধাওয়ানের অর্ধশতক, এগোচ্ছে রানের চাকা
** কোহলি-শিখর জুটিতে লড়ছে ভারত
** রানআউট হয়ে সাজঘরে রোহিত শর্মা
** ব্যাট করতে নেমেছেন রোহিত-ধাওয়ান
** টসে জিতে ব্যাটিংয়ে ভারত
** বিশ্বকাপে প্রোটিয়া-দুঃখ ঘোচাতে নামছে ভারত
** এবার প্রোটিয়াদের হারাতে চায় ভারত