ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওপেনিংয়ে মঈন-বেলের রেকর্ড জুটি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ওপেনিংয়ে মঈন-বেলের রেকর্ড জুটি

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুই ওপেনার মঈন আলী ও ইয়ান বেল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্কটল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটিতে এ দু’জন মিলে ১৭২ রানের জুটি গড়ে ভেঙেছেন পুরনো রেকর্ড।



এর আগের ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৫৮ রান তুলে রেকর্ড গড়েন তৎকালীন ইংলিশ দুই ওপেনার ডিএল অ্যামিস ও বি উড।

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে হেগলি ওভাল স্টেডিয়ামে সোমবার বিশ্বকাপের ম্যাচে সেই রেকর্ডটি ভাঙলেন একই দেশের ওপেনার মঈন আলী ও ইয়ান বেল।

এ রেকর্ড গড়ার পর মঈন আলী ১২ চার ও পাঁচ ওভার বাউন্ডারির মাধ্যমে ১০৭ বলে ১২৮ রান করেন আউট হন। আর অন্য ওপেনার ইয়ান বেল অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন। তিনি ৮৫ বলে মাত্র ২ বাউন্ডারিতে ৫৪ রান করেন।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।