ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপের দূত শচীন ভারতের সমর্থক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বিশ্বকাপের দূত শচীন ভারতের সমর্থক শচীন টেন্ডুলকার

ঢাকা: ১৯৮৭ সালে চতুর্থ  বিশ্বকাপের আসর বসেছিল এ উপমহাদেশে।   ১৪ বছরের মুম্বাইয়ের এক কিশোর সেই আসরে বল বয়ের দায়িত্ব পালন করেছিল।

সে তরুণ বল বয় এবারেরটিসহ দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বিশেষ দূত নির্বাচিত হয়েছেন। পাঠকরা ঠিকই ধরেছেন, শচীন টেন্ডুলকারের কথাই বলছি।

টানা ছয়টি  বিশ্বকাপে তিনি ছিলেন মধ্যমনি। এবার তিনি মাঠে নেই কিন্তু তবুও আছেন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের বিশেষ দূত হয়ে খেলা উপভোগ করছেন শচীন, সে কথাই তুলে ধরলেন  ২২ গজের এই ঔপন্যাসিক, ‘আমি বিশ্বকাপে ছিলাম সবসময় মাঠের মধ্যে। এবার  দর্শক হিসেবে দেখছি। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, পুরো পরিবেশটাই ভিন্ন। ’

বিশ্বকাপের বিশেষ দূত হিসেবে কোন নির্দিষ্ট দলকে সমর্থন করার সুযোগ নেই শচীনের। কিন্তু আবেগের কাছে যুক্তি হার মানছে তাও অস্বীকার করলেন না এই ক্রিকেট শিল্পী, ‘আমার মগজ বলছে এক কথা, কিন্তু মন বলছে ভিন্ন কথা। আমি আমার মনের কথা শুনছি, ভারতকেই সমর্থন করছি। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।