ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইল জ্বলে উঠলে রান হবে চারশো

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
গেইল জ্বলে উঠলে রান হবে চারশো ক্রিস গেইল

ঢাকা: বিশ্বকাপ শুরুর আগ থেকেই রানখড়ায় ভুগছেন ক্রিস গেইল। বিশ্বকাপেও ফর্মহীন তিনি।

ব্যাট হাতে প্রথম দু’ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই ক্যারীবিয়ান হার্ডহিটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৫ বল খেলে করেছিলেন ৩৬ রান। আর পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আউট হয়েছেন মাত্র চার রান করে। সর্বশেষ ২০ ম্যাচে পাননি কোনো সেঞ্চুরির দেখা। এমন পরিসংখ্যান জানার পরও ক্রিস গেইলকে নিয়ে আশাবাদী উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার।

হোল্ডার বিশ্বাস করেন বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল রান খড়া থেকে বের হবেন। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকালের  ম্যাচেই রানে ফিরবেন তিনি।

‘আমি কালকের ম্যাচে গেইলকে পজিটিভ দেখতে চাই। যদিও তিনি রানের মধ্যে নেই। তারপরও ‍তাকে নিয়ে আমাদের দলের পুরোপুরি আত্মবিশ্বাস আছে। আমি আশা করি, কালকের ম্যাচেই জ্বলে উঠবে গেইলের ব্যাট। সামর্থ্য অনুযায়ী খেলবে সে। ’

হোল্ডার আরো যোগ করেন, ‘এটা দলের জন্য ভালো যে, গেইলের ব্যাটে রান না আসার পরও আমরা পাকিস্তানের বিপক্ষে তিন’শ প্লাস স্কোর গড়েছি। গেইল জ্বলে উঠলে কোনো ম্যাচে হয়তো চারশো’র কাছাকাছি স্কোর দাঁড় করাতে পারব। ’

আগামীকাল মঙ্গলবার ক্যানবেরায় নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।   

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।