ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানে ১৫ ক্রিকেট জুয়ারি আটক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
পাকিস্তানে ১৫ ক্রিকেট জুয়ারি আটক ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের লাহোর পুলিশ পুরো শহর জুড়ে ১৫ জন ক্রিকেট জুয়ারিকে গ্রেফতার করেছে। ক্রিকেট জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।



লাহোর পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, জুয়ারিদের সঙ্গে জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ, টেলিফোন ও অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশ্চিত করে লাহোর পুলিশ।

উল্লেখ্য, পাকিস্তানে ক্রিকেট জুয়ারিদের প্রাধান্য বেশি। ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটসম্যান সালমান বাট এবং বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন। এ কারণে তাদের জেলও খাটতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।