ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইলের শতকে ভালো অবস্থানে ক্যারিবীয়রা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
গেইলের শতকে ভালো অবস্থানে ক্যারিবীয়রা ক্রিস গেইল

ঢাকা: ক্যারিবীয় ব্যাটিং তারকা ক্রিস গেইল তার ওয়ানডে ক্যারিয়ারে ২২তম শতক হাঁকিয়ে অপরাজিত আছেন। এর আগে ৭৯ রান করে নয় হাজারি ক্লাবে নাম লেখান এ বাঁহাতি ড্যাশিং ওপেনার।

এগারোতম বিশ্বকাপে নিজের প্রথম শতক হাঁকাতে গেইল ১০৫ বল খেলেন।

গেইলের শতকের উপর ভর করে আর স্যামুয়েলসের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ৩৫.১ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে ক্যারিবীয়রা। ব্যাটিং ক্রিজে গেইল ১০০ আর স্যামুয়েলস ওয়ানডে ক্যারিয়ারে ২৬তম অর্ধশতক হাঁকিয়ে ৫৬ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে ক্যারিবীয়দের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন বাঁহাতি হার্ডহিটার ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে শুন্য হাতে সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ।

পাওয়ার প্লে (প্রথম দশ ওভার) শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৪৩ রান। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৯২ রান।

বিশ্বকাপের ১৫তম ম্যাচে পুল ‘বি’ এর খেলায় ক্যানবেরার মানুকা ওভালে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

এর আগে আয়ারল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ক্যালিপসোর ছন্দে ফেরে ক্যারিবীয়রা। অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে হারার পর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয়।

গত একদশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র দুটি জয় পেয়েছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আসরে জিম্বাবুয়ে ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচবার মাঠে নেমে একবারও জয়ের দেখা পায়নি।

জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, তেন্দাই চাতারা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর এবং শেন উইলিয়ামস।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

** গেইলের অর্ধশতকে শতক ক্যারিবীয়দের
** দেখেশুনে ব্যাট চালাচ্ছেন গেইল-স্যামুয়েলস
** পাওয়ার প্লে’তে ক্যারিবীয়দের ৪৩/১
** ব্যাটিংয়ে নেমেই ফিরলেন স্মিথ
** টস জিতে ব্যাটিং নিয়েছে ক্যারিবীয়রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।