ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শঙ্কা মুক্ত মুশফিক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
শঙ্কা মুক্ত মুশফিক মুশফিকুর রহিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মুশফিকুর রহিমের আঙ্গুলে চোট নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। অনুশীলনে ডান হাতের আঙ্গুলে চোট পাওয়ার পর তাকে মেলবোর্নের স্থানীয় একটি হাসপাতালে এক্সরের জন্যে নিয়ে যাওয়া হয়।

সেখানে মুশফিকের ইনজুরি মারত্মক কিছু নয় বলেই নিশ্চিত হয়েছে টিম ম্যানেজম্যান্ট।
 
দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলানিউজকে জানান, এক্সরের পরে ইতিবাচক ফল এসেছে।   আপাতত দুঃশ্চিন্তার কোনো কারণ নেই।

শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপে তৃতীয় ম্যাচে ২৬ ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলন মুশফিকুর রহিম।
 
বাংলাদেশ সময়: ১৫০৭  ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।