ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই ছোট দলের বড় লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
দুই ছোট দলের বড় লড়াই

ঢাকা: ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলার জন্য মুখিয়ে ছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু প্রকৃতির বৈরী আচরণে সে ইচ্ছাটা পূর্ণ হয়নি।

তবে পৃথিবীর অন্যতম দ্রুত উইকেটে খেলার সুযোগ পাচ্ছে আইসিসির দুই সহযোগী দেশ আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময়) গ্রুপ বি’এর ম্যাচটি শুরু হবে।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের হারিয়ে দিয়ে তাদের মিশন শুরু করেছে আইরিশরা। অন্যদিকে আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে হারলেও লড়াই করেছে বেশ।

তবে এই ম্যাচেও আইরিশদের এগিয়ে রাখতে হচ্ছে। কারণ গ্যাবার দ্রুত গতির উইকেটে তাদের বোলিং শক্তি অনেক বেশি কার্যকরী হবে বলে মত ক্রিকেট বিশ্লষকদের। শৌখিন ক্রিকেটারদের নিয়ে গড়া আমিরাতের ব্যাটিং লাইনআপকে বেশ বড় পরীক্ষা দিতে হবে।

তবে আইরিশদের মূল লক্ষ্য আমিরাতকে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও দৃঢ় করে নেওয়া। সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে যাওয়ার হিসেব নিকেশটা সুবিধাজনক হয়ে যাবে পোর্টারফিল্ড বাহিনীর।

অন্যদিকে আমিরাতও চাইছে আয়ারল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপে তাদের প্রথম জয় তুলে নিতে। সেক্ষেত্রে তাদের মূল ভরসা আগের ম্যাচে অর্ধশত করা সাইমান আনোয়ার।

প্রথমবারের মতো নিজেদের মধ্যে মুখোমুখি হচ্ছে আইসিসির এই দুই সহযোগী সদস্য দেশ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।